ছাতকে সড়ক সংস্কারের দাবিতে চারা রোপন করে প্রতিবাদ
চান মিয়া-
ছাতকে সড়ক সংস্কারের দাবিতে চারা রোপন করে প্রতিবাদ করেছেন ব্যবসায়িরা। শুক্রবার ব্যতিক্রমী এ প্রতিবাদ গোবিন্দগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। উপজেলার গোবিন্দগঞ্জ নতুনবাজার লীজের মাধ্যমে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় করলেও বাজারের কোন সড়ক-ঘাটের সংস্কার করা হচ্ছেনা। প্রতিদিন এ বাজারে হাজার হাজার ক্রেতা-বিক্রেতা আসলেও দীর্ঘদিন থেকে প্রধান সড়কগুলোর কোন সংস্কার না করায় জনদূর্ভোগ ক্রমেই বেড়েই চলেছে। এ সড়কে ব্যাপক ভাঙ্গন সৃষ্ঠি হয়ে বড় বড় গর্তে পরিনত হয়েছে। বৃষ্টির দিলেই পানি জমে কাঁদায় ভরে উঠে এসড়ক। এসড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। সড়কটি সংস্কার ও মেরামতের দাবিতে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ি সমিতির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, মাওলানা আমির আলী, লাল মিয়া, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, ফিরোজ মিয়া, ফজল আহমদ, ইবরাহিম আলী, আলী হোসেন, ডা. পীর আব্দুল হান্নান, হাসান উদ্দিন, রায়হান উদ্দিন প্রমূখ চারা রোপন করে প্রতিবাদ জানান। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, সড়ক সংস্কারের বরাদ্ধের জন্যে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমন জনদূর্ভোগ লাঘবের জন্যে জরুরী ভিত্তিতে সড়কটির সংস্কার কাজ করার দাবি জানান। ##