ছাতক পৌরসভায় চলছে ৫০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম
ছাতক পৌরসভার ৯ টি ওয়ার্ডে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ৭ নং ওয়ার্ডের পুরাতন কাষ্টম এলাকায় চলমান উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস। এসময় ঠিকাদার শাহীন চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাতক পৌরসভায় ৯টি ওয়ার্ডে চলামান উন্নয়নমুলক কাজের অংশ হিসেবে পুরাতন কাষ্টম এলাকায় প্রধান সড়ক হতে সুরমা নদীর তীর পর্যন্ত ১৮ ফুট প্রশস্ত পাকা সড়ক ও ৩ ফুট প্রশস্ত গভীর ড্রেনেজ কাজ পুেরাদমে এগিয়ে চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। এ সড়ক এবং ড্রেনের কাজে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস জানান, কাষ্টম এলাকার এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মিতব্য এ ড্রেন দিয়ে এলাকার পানি নিস্কাশিত হয়ে সুরমা নদীতে পতিত হবে। এ এলাকায় অতিবৃষ্টির কারনে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না। এখন পর্যন্ত কাজের গুনগত মান অক্ষুন্ন আছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী জানান, পৌরসভার ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশী উন্নয়ন কাজ চলছে এখন। পৌরসভার ৯ টি ওয়ার্ডেই সমভাবে চলছে উন্নয়ন কাজ। প্রত্যেকটি কাজই তিনি নিজে তদারকি করছেন বলে জানান। চলতি অর্থ বছরে পৌরসভায় প্রায় ৫০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আরো বেশ কিছু কাজ চিহ্নিত করা হয়েছে। কিছু কাজের ডেন্ডার আহবান করা হয়েছে এবং কিছু রয়েছে প্রক্রিয়াধীন। ছাতক পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরিত করতে তিনি ও তার পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান।