ছাতক মডেল হাইস্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার ছাতক হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বরাবরের মতো স্কুল মাঠকে সাজানো হয় এক আকর্ষনীয় সাজে। শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মাঠের চার পাশে বসানো হয় রজনীগন্ধা, শাপলা, গোলাপ ও জবা নামের চারটি স্টল। বাংলা সংস্কৃতির পিঠা উৎসব চলছিল প্রতিটি স্টলে। কারুকাজ সমৃদ্ধ বিভিন্ন জাতের, স্বাদের দেশীয় পিঠা-পুলি ও পায়েশ দিয়ে সাজিয়ে প্রতিটি স্টল যেন আমাদের হারানো বাঙ্গালীয়াকে জাগ্রত করা প্রয়াস করছিল। অপূর্ব ও ব্যতিক্রমধর্মী আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের ছিল অনবদ্য ও আন্তরিক প্রচেষ্টা। দিনটি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের দু’ শহস্রাধিক ছাত্র-ছাত্রী প্রান ভরে আনন্দ করতে দেখা গেছে। শিক্ষার্থীদের এ আনন্দে আপলুত হয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরী প্রতিটি ইভেন্টে বিজয়ীদের ব্যক্তিভাবে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা ঘোষনা করেন। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া উৎসবের শুভ সুচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী মখলিছুর রহমান মকুল, মিসবাহ উদ্দিন, সামছুদ্দিন মিয়া, চন্দন দে, গোলাম সারোয়ার মিঠু। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, সিনিয়র শিক্ষক দিলীপ কুমার দে, আবুল খয়ের, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, শিক্ষক দেলোয়ার হোসেন খান, পংকজ কান্তি দাস, আমিরুল হক, আব্দুল মুকিত, আরজু মিয়া, মাওলানা জাকির হোসেন, জীবেশ চক্রবর্ত্তীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিখ্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।