বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) উপর খালেকুজ্জামানপন্থি ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্ক্সবাদী)। রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় দিকে ক্যাম্পাসের অর্জুনতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবি শাখার আহবায়ক প্রসেনজিৎ রুদ্রে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাযিরুল আজম বিশ্বসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রান, শাবি শাখার সদস্য তৌহিদুজ্জামান জুয়েল।  সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের সহযোগিতায় পুলিশ ও ক্যাম্পাসের বাইরের নেতা-কর্মীদের দিয়ে করানো এই ন্যক্কারজনক হামলা এটাই প্রমাণ করে যে বাসদ খালেকুজ্জামানদের রাজনীতি কতটা অন্তঃসারশূণ্য। হামলা সহ্য করেও আমাদের নেতা-কর্মীরা অফিসে অবস্থান নিলে পুলিশ আমাদের নেতা-কর্মীদের লাঠিচার্জ করে অফিস থেকে বের করে দেয় এবং অফিস দখলে নিয়ে তালা দেয়। সমাবেশ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার অফিস দ্রুত খুলে দেওয়ার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের জোর দাবী জানানো হয়।
উল্লেখ্য, বাসদের বিভক্তির পর গত চার বছর ধরে বাকৃবিতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল ছাত্র ফ্রন্ট(মার্ক্সবাদী)। গত বৃহস্পতিবার অফিস দখলে নিতে তাদের উপর হামলা চালায় খালেকুজ্জামানপন্থি ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn