সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রকাশক ও কবি রাজিব চৌধুরী। অটোরিকশাযোগে আসা ছিতনাইকারীরা তা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার রাত পৌনে ১১ টার দিকে নগরীর আলীয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাজিব চৌধুরী জানান, চৌহাট্টা থেকে রিকশা করে দরগাহ মহল্লা এলাকায় নিজের বাসায় যাচ্ছিলেন তিনি। এসময় পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার তার রিকশাকে ওভারটেক করে। এসময় অটোরিকশার ভেতরে থাকা যাত্রীবেশী এক ছিনতাইকারী হাতে থাকা তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। মোবাইল ফোন নেওয়ার পর গতি বাড়িয়ে দ্রুত চলে যায় অটোরিকশাটি। এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলেও জানান রাজিব।  রাত ১টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসেও ছিনতাইয়ের শিকার হওয়ার বিষয়টি জানান রাজিব।
ফেসবুকে তিনি লিখেন- ‘ছিনতাইকারির কবলে পড়ে মোবাইল ফোনটি হারালাম। আল্লাহ সহায় টাকা পয়সা নিতে পারি নি। সংগে সংগে চিৎকার করে, ধরার চেষ্টা করতে গেলে সি.এন.জিতে করে টান মেরে চলে যায় ছিনতাইকারিরা। রাত ১০.৪০ মিনিট এ বাজার করে বাসায় ফেরার পথে সিলেট এর আলিয়া মাদ্রাসা সংলগ্ন সদর হাসপাতাল এর সামনে থেকে ছিনতাই এর স্বীকার হই। এদের হাতে অস্ত্র ছিল। আল্লাহ সহায় থাকায় আর আমার রিস্কা ড্রাইভারের সাহসিকতার কারণে আমি অক্ষত আছি।’ তবে এ ব্যাপারে কোনো লিখিত অভিেযাগ পাননি বলে জানিয়েছেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn