জগন্নাথপুর :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রবিবার রাত ১০টায় বুকে ব্যথা অনুভব করলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ৩টায় কামারখাল গ্রামের পূর্বের মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার আগে ইউনিয়নবাসীর উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আবদুল হাশিম ইউনিয়নের মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন, এজন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে স্পষ্টভাষী চেয়ারম্যান আবদুল হাশিম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথেও তিনি সক্রিয় ছিলেন। স্ত্রী-সন্তানকে লন্ডনে রেখে তিনি ইউনিয়নবাসী উন্নয়নের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।
দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান প্রতিবেদক তালুকদার আনোয়ারুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ নেতা কুহিনূর রহমান তালুকদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, মরহুমের ছেলে ব্যারিস্টার মোজাম্মেল হোসেন, ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, কলকলিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, বিএনপি নেতা আবু হুরায়রা ছাদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, ভাতগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস মিয়া, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবুল হাসনাত, জেলা আওয়ামী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, দুর্গাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান জালাল মিয়া প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, মুফতি নুরুল ইসলাম খান, জগদল ইউপির সাবেক চেয়ারম্যান আবু ইয়াহিয়া কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান কবির মিয়া, মীরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, পাইলগাও ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানী, আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলীনুর, দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির হোসেন, কলকলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা ধন মিয়া, যুবলীগ নেতা আলাল হোসেন আলাল, বিএনপি নেতা কামরুজ্জামান, এখলাছুর রহমান তালুকদার নিক্সন, আব্দুস সোবহান সোবহান মিয়া, ইউপি আওয়ামী লীগ নেতা যুবরাজ মিয়া, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত প্রমুখ। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই মো. হোসেন।
এদিকে আবদুল হাশিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহসভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আবদুল হাই, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আলী আহমদ, দৈনিক জৈন্তা বার্তার জগন্নাথপুর প্রতিনিধি রেজুওয়ান কোরেশী, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানী, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল হক, কলকলিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমুখ। পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সংবাদ টি পড়া হয়েছে :
৬১ বার