জগন্নাথপুরের সৈয়দপুরে পুঁতে ফেলা হল ৮৪০ চামড়া
bartaadmin
আগস্ট ১৪, ২০১৯
জগন্নাথপুরের সৈয়দপুরে পুঁতে ফেলা হল ৮৪০ চামড়া২০১৯-০৮-১৪T১৪:৪৯:৫২+০০:০০
জগন্নাথপুর উপজেলা, শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত, স্থানীয সংবাদ
জগন্নাথপুর :: জগন্নাথপুরে ৮৪০ কোরবানির পশুর চামড়া পুঁতে দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদরাসা প্রাঙ্গণে ওই সব চামড়া পুঁতে দেওয়া হয়। মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঈদের দিন সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদরাসার পক্ষে থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়। কোরবানিদাতারা মাদরাসার উন্নয়ন তহবিলে চামড়াগুলো দান করেন। মাদরাসা কর্তৃপক্ষে চামড়া বিক্রয়ের জন্য দিনভর অপেক্ষা করেও বিক্রি করতে পারেননি। প্রতিবাদে আজ বিকেল ৩টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ ওই সব চামড়া বিক্রি করতে না পেরে মাদরাসার নিকটস্থ এলাকায় মাটিতে পুঁতে দেয়। মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের মাদরাসার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কোনবানি দাতাদের নিকট থেকে কোরবানির পশুর আটশতাধিক চামড়া সংগ্রহ করা হয়। এর মধ্যে গরুর চামড়া রয়েছে ৭৪০ ও ছাগলের ১০০ পিস। চামড়া ক্রয় করতে কেউ আসেনি। বাধ্য হয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে চামড়াগুলো। তিনি বলেন, চামড়াগুলো সংগ্রহে এবং চামড়ায় লবণ ব্যবহারে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।
সংবাদ টি পড়া হয়েছে :
৮৮ বার