জগন্নাথপুরে ইউনিয়ন সচিবের বিরুদ্ধে অভিযোগের তদন্ত
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদপত্র থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ হাই জকিকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হচ্ছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমি সুপারভাইজার অরূপ সরকার। দুইদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠে। এর প্রতিবাদে রোববার এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। পরে স্থানীয় পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে লোকজন তাদের কর্মসূচী স্থগিত করে।