জগন্নাথপুরে নদী ভাঙন থেকে গ্রাম রক্ষার জন্য স্লুইচ গেইট নির্মাণের দাবি
সানোয়ার হাসান সুনু- জগন্নাথপুরে নদী ভাঙনের কবলে পড়ে গ্রামের শতশত বাড়ীঘর ও গ্রামীন রাস্তা বিলিত হতে চলেছে। নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে স্লুইচ গেইট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি মোকামের ঢালা নামক নদীর ভাঙন বেড়েই চলেছে। ইতোমধ্যে নদী ভাঙনের কবলে পড়ে এলাকার বহু বাড়ীঘর বিলিন হয়েছে। এছাড়া একটি মাটির গ্রামীন রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে স্থানীয় জনবসতি। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরজমিনের দেখা যায়, নদী পাড়ে থাকা একটি গ্রামীন রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে হযরত শাহজালাল (র.) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ হাফেজ ফছিহ্ (র.) এর মাজার শরীফ। ইতোমধ্যে মাজারের সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে গেছে। এ সময় মাজার পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান মুরাদ, সহ-সভাপতি ইন্তাজ মিয়া, সাধারণ সম্পাদক মইনুল হাসান মইন, কোষাধ্যক্ষ শাহ খায়রুল ইসলাম মেম্বার, আশরাফুল ইসলাম সেলিম, যুগ্ম-সম্পাদক শামীম আহমদ, হান্নান মিয়া ও মাজারের খাদেম কবিরুল হাসান নানু সহ এলাকাবাসী জানান, প্রতি বছর উক্ত মোকামের ঢালার মুখে মৌসুমি হাওর রক্ষা বেড়িবাধের কারণে দিনদিন নদী ভাঙনের তীব্রতা বাড়ছে। নদী ভাঙনে রাস্তা বিলীন হওয়ায় জন ভোগান্তি বেড়েছে। সেই সাথে মাজার সহ এলাকার জনবসতি হুমকির মুখে রয়েছে। এছাড়া এ মোকামের ঢালা দিয়ে পানি ঢুকে নলুয়ার হাওর সহ অন্যন্য হাওর তলিয়ে যায়। তারা বলেন, নদী ভাঙন থেকে রক্ষা পেতে হলে মোকামের ঢালার মুখে একটি স্লুইচ গেইট নির্মাণ করতে হবে। তা হলে অত্র অঞ্চলের মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নিরাপদ হবে হাওর। তা না হলে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে স্থানীয়রা সর্বহারা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মোকামের ঢালা নামক নদীর মুখে জরুরী ভিত্তিতে একটি স্লুইচ গেইট নির্মাণ ও বিলীন হয়ে যাওয়া রাস্তাটি আবার নির্মাণ করতে তারা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সু-দৃষ্টি কামনা করছেন।