জগন্নাথপুরে নলজুর ব্রীজের মাটি ধস: যানবাহন চলাচল বন্ধ
উল্লেখ্য, উপজেলাবাসী ঐ সড়ক দিয়ে বেগমপুর হয়ে রাজধানীর সাথে যোগাযোগ করে থাকেন। এছাড়া সুনামগঞ্জ ও সিলেটের অধিকাংশ উপজেলার জনসাধারণ ঐ সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। গত বছর শতাধিক কোটি টাকা ব্যয়ে নলজুর নদীর উপর নির্মিত ৪৯.১৫ মিটার গার্ডার সেতুর উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান। বিগত প্রায় ৬ মাস যাবত ব্রীজের এপ্রোচের মাটি ধসে পড়তে থাকে। এ নিয়ে বিভিন্ন পত্রিকাগুলোতে একাধিক রিপোর্ট প্রকাশ পেলেও কর্তৃপক্ষ নির্বিকার হয়ে আছেন। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সাথে আলাপ হলে তিনি বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত অবহিত করেছি এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি। তারা ঢাকার সাথে যোগাযোগ করেছেন অচিরেই রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে বলে সুনামগঞ্জ এলজিইডি অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের সাথে আলাপ হলে তিনি জানান, ব্রীজটি দেখে তরিৎ গতিতে সংস্কার কাজ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এখানে মোটা অংকের টাকার প্রয়োজন তাই একটু বিলম্ব হচ্ছে। যত তাড়াতাড়ি এই জনগুরুত্বসম্পুর্ণ রাস্তাটি চালু করা যায় এ ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।