জগন্নাথপুরে নির্মাণের ২০ বছর ধরে সেতুটি পরিত্যক্ত
সংবাদদাতা :: উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় খালের উপর সেতু নির্মানের ২০বছর পেরিয়ে গেলেও দুপাশে কোনো রাস্তা না থাকায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রায় ২৫ মিটার দৈর্ঘ্য এ সেতুটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়। তবে কোন সংস্থা সেতুটির নির্মাণ করে, তা জানা যায়নি। এবিষয়ে এলজিইডি ও পিআইও অফিসে খোঁজ নিয়েও সেতুটির নির্মাণকারী প্রতিষ্ঠানের কোনো তথ্য পাওয়া যায়নি। সেতুটি নির্মাণের পর থেকেই স্থানীয় লোকজনদের যাতায়াতে কোনো কাজে আসেনি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পশ্চিম ভবানীপুর ও পূর্ব ভবানীপুর এলাকাবাসীর নলুয়ার হাওরে যাতায়াতের সুবিধার্থে সেতু থেকে প্রায় ৩শ ফুট পূর্ব দিকে নতুন করে পশ্চিম ভবানীপুর সড়ক নির্মাণ করা হয়। তখন থেকেই সেতুটি পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু নতুন করে নির্মিত সড়কটিতে ঐ স্থানে বাঁশের সেতু নির্মাণ করে সড়ক দিয়ে লোকজন যাতায়াত করে আসছেন।
জগন্নাথপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় গিয়ে দেখা যায়, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে রাস্তাবিহীন সেতুটি জনসাধারণের কাজে আসছে না। স্থানীয় লোকজন জানান, সেতুটি নির্মিত হওয়ার পর এলাকাবাসী আনন্দিত হলেও কখনো সেতু দিয়ে পারাপার হননি। কারণ সেতুর পূর্ব দিকে রাস্তা নির্মিত হওয়ায় সেতুটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী আরো জানান, মাঠের উপর রাস্তাবিহীন সেতুটি এলাকার সৌন্দর্য বর্ধনে বাধা হয়ে দাঁড়িয়েছে। জগন্নাথপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলার দ্বিপক গোপ জানান, সেতুটি কত সালে নির্মিত হয়েছিল তা জানা নেই। তবে ধারণা করা হচ্ছে, ২০ বছর আগে নির্মাণ করা হয়েছে। সেতুটি অপসারণ হওয়া প্রয়োজন। জগন্নাথপুর উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, সেতুটির নির্মানকারী প্রতিষ্ঠানের কোনো তথ্য এখানে নেই।