জগন্নাথপুরে পূজা মন্ডপ পরিদর্শনে ডিআইজি
জগন্নাথপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার সন্ধ্যা পৌণে ৭ টার দিকে জগন্নাথপুর পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ায় সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি নজরুল ইসলাম। এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাহবুবুর রহমান, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, উপজেলা কেন্দ্রীয় পূজা কমিটির সভাপতি হিরা মোহন দেব, পূজা কমিটির নেতা প্রদীপ সূত্রধর, শংকর রায়, সুজিত কুমার রায়, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রজেশ গোপ, বিভাষ দে, প্রদীপ দেব, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আজহারুল হক ভূইয়া শিশু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ডিআইজি নজরুল ইসলাম পূজারীদের কাছ থেকে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা উদযাপনের ইতিহাস সংক্রান্ত বিষয়ে অবগত হন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়া ডিআইজি আরো কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন।
প্রসঙ্গত-এবার জগন্নাথপুরে মোট ২৫টি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা চলছে।