জগন্নাথপুরে বন্দুক যুদ্ধের ঘটনায় ৮০ জনের নামে মামলা
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা কওমি মাদ্রাসার বোরো ফসলের জমিকে কেন্দ্র করে দু’পক্ষের বন্দুকযুদ্ধের ঘটনায় মামলা দায়ের করেছেন আশরাফ আলম কোরেশীর পক্ষের মাহবুব আলম কোরেশী। তিনি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রতিপক্ষের ফয়সলকে প্রধান আসামী করে ৮০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ১৩, তারিখ ১৯ সেপ্টেম্বর।মামলা দায়েরের সত্যত্যা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী।মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ পরিদর্শক লুৎফুর রহমান বলেন, ইতিমধ্যে আমরা আসামীদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছি। অপরাধী যতই পালিয়ে থাকুক না কেন তাদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য- শ্রীধরপাশা দারুল উলুম কওমি মাদ্রাসার জমি নিলামকে কেন্দ্র্র করে শ্রীধরপাশা গ্রামবাসীর পক্ষে হাজী আব্দুল হান্নান এবং একই গ্রামের আশরাফ আলম কোরেশীর মধ্যে বন্দুক যুদ্ধ হয়। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।