জগন্নাথপুরে বাঁধ প্রকল্প কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
জগন্নাথপুরে ফসল রক্ষা বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দু’টি লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোরো ফসল রক্ষা ৩৬নং বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক হিসেবে রাখা হয়েছে ওই ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়াকে। কিন্তু মজনু মিয়ার কোন কৃষি জমি হাওরে নেই। যা সরকারি নীতিমালার পরিপন্থী। অপর দিকে একই ওয়ার্ডের ৩৭নং বেড়িবাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জুয়েল মিয়া ও সাধারণ সম্পাদক রাখা হয়েছে ৩নং ওয়ার্ডের বাসিন্দা সালেহ মিয়াকে। তাদেরও কোন জমি নেই বাঁধ এলাকায়।