সুনামগঞ্জের জগন্নাথপুরে পারভেজ মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, পরিবারের দাবি তার মানসিক সমস্যা রয়েছে। আর ভাত চেয়ে না পাওয়ায় আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। মৃত যুবক ওই গ্রামের সমছু মিয়ার ছেলে। ছোট বোনের সাথে অভিমান করে

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় রোববার সন্ধ্যায় পারভেজ মিয়া বাহির থেকে ঘরে ফিরে আসে। পরে তার ছোট বোনকে ভাত দেওয়ার কথা বললে, বোনটি বলে ভাত রান্না হচ্ছে একটু পরে দিচ্ছি। সাথে সাথে পারভেজ মিয়া তার নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। ভাত রান্না শেষে ছোট বোন তাকে ডাক দিতে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায়, সে ফ্যানের হুকের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত পারভেজ মিয়ার বাবা সমছু মিয়া বলেন, আমার ছেলের মানসিক কিছু সমস্যা ছিল। সে প্রায় সময় পরিবারের লোকজনের সাথে উগ্র মেজাজে কথা বলত। এব্যাপারে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বলেন, লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের দাবী তার মানসিক সমস্যা রয়েছে। আর ভাত চেয়ে না পাওয়ায় আত্মহত্যা করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn