জগন্নাথপুরে ভুয়া মাজারে গান-বাজনার আসর পণ্ড করে দিয়েছে পুলিশ
জগন্নাথপুরের পল্লীতে ভুয়া মাজার সাজিয়ে গান-বাজনার আসর বসানোর অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসর পণ্ড করে দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান- উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর ব্রাহ্মণগাঁও গ্রামের আফছর উল্যা ভুঁয়া মাজার সাজিয়ে শুক্রবার (১৪ এপ্রিল) গানের আসর বসানোর উদ্যোগ নিলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এলাকাবাসী ভুয়া মাজার সাজানোর প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গানের আসর পণ্ড করে দেয়। স্থানীয় ইউপি সদস্য ফয়জুর রহমান জানান- ভুয়া মাজার সাজিয়ে গানের আসর বসানোর অভিযোগে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গানের আসর পণ্ড করে দেয়। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই অভিজিৎ সিনহা জানান- কবরস্থানকে ভুঁয়া মাজার বানিয়ে গান-বাজনার আয়োজন করার অভিযোগে ঘটনাস্থলে গিয়ে গানের আসর বন্ধ করে দিয়েছি। তিনি মাজারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান।