জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের যাত্রা শুরু
জগন্নাথপুর :: জগন্নাথপুরে আদর্শ মহিলা কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের প্রাণকেন্দ্র হাবিবনগর গ্রামে অবস্থিত মহিলা কলেজের যাত্রা শুরু হওয়ায় জনমনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সোমবার (১ জুলাই) কলেজের যাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সহধর্মিনী মাহফুজ আয়শা, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, শিক্ষক নাছির আলী ও শাহ ফারুক আহমদ। জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু খালেদের সভাপতিত্বে এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল মুকিত ও তান্বী রায়ের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, পর্ষদ সদস্য আতাউর রহমান, শামছুল ইসলাম রানা, মকবুল হোসেন ভূঁইয়া, জামাল উদ্দিন বেলাল, সৈয়দ জিতু মিয়া, আবুল কালাম আজাদ ও এম শামীম আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন, পর্ষদ সদস্য মিঠন চন্দ্র দেব ও শিক্ষার্থী নিশাত বেগম। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাতেমা বেগম। এ সময় প্রভাষক মারজানা বেগম, সদস্য রাহাত মিয়া ভূঁইয়া, ফয়জুর রহমান, সিজিল আহমদ ভূঁইয়া, রিজন মিয়া ভূঁইয়া, হাবিবুর রহমান জুয়েল, হাবিবনগর এলাকার বাসিন্দা হাজী ফয়েজ উল্লাহ, সিরাজ মিয়া, সমসর আলী, সুজাত খান, আব্দুল খালিক, কফিল উদ্দিন, আব্দুল জব্বার, ইসহাক আহমদ শামীম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।