জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করুনা সিদ্ধু চৌধুরী বাবুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষকলীগ নেতা আফছর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, আব্দুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আপ্তাব উদ্দিন, আব্দুল গফুর, আলা উদ্দিন, ইসরাইল হোসেন, বাদশা মিয়া, পাখি মিয়া, রেজা মিয়া, পৌর কাউন্সিলর মীনা রানী পাল, আয়ারুন নেছা, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম. ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দে, আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ সাহেদুর রহমান শাহেদ, রুমেন আহমদ, সাফরোজ ইসলাম মুন্না, মামুন আহমদ সজিব রায় দুর্জয়, আবু সাঈদ, এমদাদুর রহমান সুমন, জুয়েল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেন- “সামাজ আজাদ ছিলেন রাজনৗতির কিংবদন্তী পুরুষ। আমরা তাঁর রাজনৈতিক উত্তরসূরী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি। তিনি সামাদ আজাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কাজ করছেন বলে জানান।”

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন- আব্দুস সামাদ আজাদ তাঁর রাজনৈতিক ত্যাগ, সততা ও আদর্শ দিয়ে আমাদের মধ্যে বেঁচে আছেন। আমরা তাঁর রাজনৈতিক আদর্শকে লালন করেই আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করছি। তিনি ৩০ এপ্রিল সুনামগঞ্জের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সফল করতে সবাইকে দুর্গত মানুষের পাশে থেকে  কাজ করার আহŸান জানান।  পরে উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, জগন্নাথপুর পৌরবাসীর ব্যানারে আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌর কার্যালয়ের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ৩ হাজার বন্যার্তদের মধ্যে আখনির প্যাক বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলার সৈয়দপুর গ্রামবাসীর উদ্যোগে আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গ্রামের মুরব্বী ফয়জুন্নুর কৌরেশির সভাপতিত্বে ও সৈয়দ তানিন আহমদ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির মিয়া, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিন, প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ আহসান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদ কৌরেশী, ইউপি আওয়ামী লীগ নেতা সৈয়দ হিলাল, যুবলীগ নেতা জয়নুল কৌরেশী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাবিল আহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ রুমেল, সৈয়দ ইনান, সৈয়দ জাবের, সৈয়দ মুক্তার আহমদ, সৈয়দ দিদার, সৈয়দ সুজেল, সৈয়দ সুমন, সৈয়দ জাহেদ, সৈয়দ আনসার প্রমুখ। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মারজান কৌরেশী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn