জগন্নাথপুর উপজেলায় শ্রেষ্ঠ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়। উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশিকুর রহমান।
উল্লেখ্য যে, এর পূর্বেও ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিল। ১৯৮২ ইং সনে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি এলাকাবাসির সার্বিক সহযোগিতায় শুরু থেকেই অদ্যাবধি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে পরিচালিত হচ্ছে। ফলাফলসহ সর্বদিক দিয়ে বিদ্যালয়টি উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ব্রাক শিক্ষা কর্মসূচি তেইস সিলেট কর্তৃক আয়োজিত বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় অংশ নিয়ে সিলেট বিভাগীয় পর্যায়ে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরর্ব অর্জন করেছে।
মঙ্গলবার সিলেট নগরীর মিরাবাজারস্থ মডেল স্কুলে আয়োজিত বিতর্ক বিকাশের ফাইনাল প্রতিযোগিতায় সিলেট বিভাগের চার জেলার চ্যাম্পিয়ন চারটি স্কুল অংশগ্রহণ করে। মিরাবাজারস্থ মডেল স্কুল’র প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম এর সভাপতিত্বে বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শিক্ষা অফিসার গুলজার আহমদ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এবং বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুজ জাহের বিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।