জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন।। প্রতিমন্ত্রীর সমর্থকদের বর্জন
জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন হলো শনিবার। সম্মেলনে আজিজুস সামাদ ডন অনুসারিদের আধিপত্য দেখা গেলেও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান বলয়ের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পরিচিত কাউকে দেখা যায়নি। প্রতিমন্ত্রী এমএ মান্নানের সমর্থক বলে পরিচিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক লিটন আহমদ ও যুগ্ম আহবায়ক মোতাহির আলীকে সভায় দেখা গেলেও মঞ্চে তাদের স্থান হয়নি। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী। পরে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আব্দুল মোমিন সুজেলের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. মোল্লা মো. আবু কাওছার। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতত্বে¡ সবাইকে কাজ করতে হবে। আমাদের সকল চিন্তা চেতনা জননেত্রী শেখ হাসিনাকে ঘিরে। স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠালগ্নে থেকে একটি সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহবান জানাই।’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. মানিক ঘোষ, শিশু ও পরিবার বিষয়ক সম্পাদক অ্যাড. মাহফুজা বেগম সাঈদা, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সভাপতি দেবাশিষ বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আহমদ, অ্যাড. এম, কামাল উদ্দিন আহমদ, আব্দুল লতিফ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের জুবের আহমদ অপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবাশিষ দাস মিঠু প্রমুখ। এদিকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত সস্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল নেতাকর্মীদের মধ্যে। শনিবার দুপুর থেকে উপজেলা বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জানান, কমিটি দুই একদিনের মধ্যে ঘোষণা করা হবে। এ সময় কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট সভাস্থলেই কমিটি ঘোষণা করার জন্য স্লোগান দিতে থাকেন। ওই সময় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন মঞ্চে এসে নেতাকর্মীদের শান্ত করে কেন্দ্রীয় নেতৃবৃন্দর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখার জন্য আহবান জানালে পরিস্থিতি শান্ত হয়। পরে অতিথিবৃন্দ সুনামগঞ্জের উদ্দেশ্যে জগন্নাথপুর ত্যাগ করেন।