আলী আহমদ-প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে প্রার্থী, সমর্থক ও দলীয় নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এদিকে বুধবার জগন্নাথপুর উপজেলা কমিটির প্রস্তাবিত নামের তালিকা জেলা কমিটির নিকট জমা দেওয়া হয়েছে।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীরা ও এখন ঢাকায় অবস্থান করছেন। গত সোমবার থেকে ঢাকায় আছেন নৌকা প্রত্যাশি মিজানুর রশিদ ভূঁইয়া, যুক্তরাজ্য প্রবাসী আকমল খান, জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাবুল হাসান সমুজ, মঙ্গলবার থেকে আছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, বুধবার ঢাকায় গেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন জানান, তৃণমূল থেকে আসা প্রস্তাব পেয়েছি। জেলা সভাপতির সাথে বৈঠক করে আজ বৃহস্পতিবার আমাদের প্রস্তাব কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পৌঁছে দিব। তারপর আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ বৃহৎ রাজনৈতিক দল। তাই দলীয় মনোনয়ন প্রত্যাশী বেশী। সার্বিক দিক বিবেচনা করে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও পৌরবাসী সূত্র জানায়, ২০১৫ সালের সর্বশেষ পৌর নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছর ১১ জানুয়ারি তিনি মারা যান। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত পৌর নির্বাচনে অংশ নেন যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া, আবুল হোসেন ও রাজু আহমদ। নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া মেয়র নির্বাচিত হন।
আগামী ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার মেয়াদপূর্তিতে আবারো নির্বাচন ঘোষণা করা হলে গত ৫ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্তে তৃণমূল বৈঠক ডাকা হয়। এতে বর্তমান পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আকমল খান, জেলা আওয়ামী লীগ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বারের নাম আসে। তারমধ্যে থেকে পৌর ও উপজেলা কমিটি বর্তমান পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, যুক্তরাজ্য প্রবাসী আকমল খান ও জেলা আওয়ামীলীগ সদস্য মাহাতাবুল হাসান এর নাম প্রস্তাব করে জেলা কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর সাথে পরামর্শ করে আমরা তৃণমূলের প্রস্তাবিত নামের তালিকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট পৌঁছে দিয়েছি। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটিতে জমা দিলে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় তা চূড়ান্ত হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn