জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদ ব্রীজ সংলগ্ন এলাকায় সড়কের বিরাট অংশ ধসে পড়ার প্রায় ১ মাস অতিক্রম হলেও এখন পর্যন্ত সঠিকভাবে রাস্তাটি মেরামত করা হয় নি। ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং গত ১ মাস ধরে সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের দায়িত্বহীনতার বিষয়টি এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধসে যাওয়া রাস্তা দিয়ে জীবনের ঝুকি নিয়ে ছোট ছোট গাড়ী চলাচল করলেও যে কোন মুহুর্ত্বে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবসী। এ সড়ক দিয়ে চলাচলকারী মিনিবাস চালক আব্দুল মজিদ বলেন, জগন্নাথপুরের প্রতিটি সড়কই যান চলাচলের অযোগ্য। এই সড়কটি ধসে পড়ার ১ মাস অতিক্রম হলেও সঠিকভাবে মেরামত করা হয় নি। ফলে জীবনের ঝুকি নিয়ে গাড়ী চালাতে হচ্ছে। সওজের কর্মকর্তাদের কোন তৎপরতা দেখছি না।

জগন্নাথপুর-সুনামগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জানান, ১ মাস ধরে সড়কটি ধসে পড়লেও সড়কটি সঠিকভাবে সংস্কারে কর্তৃপক্ষের কোন তৎপরতা দেখছি না। তারা যেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছেন। তাদের দায়িত্বহীনতা খুবই দুঃখ জনক। এই অবস্থায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, জগন্নাথপুরের অধিকাংশ সড়কই যান চলাচলের অনুপযোগি রয়েছে। জরুরী ভিত্তিতে এই সড়কগুলো সংস্কার না করা হলে গাড়ী চলাচল বন্ধ ছাড়া উপায় নেই। এ ব্যাপারে সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn