জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে  দুই দিনব্যাপী আন্তর্জাতিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের আয়োজনে আগামী ২৮ ও ২৯ মার্চ দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সঙ্গীত উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক ড. মীজানুর রহমান, ট্রোজারার অধ্যাপক ড. সেলিম ভুঁইয়া এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল।

ডায়মন্ড ওয়ার্ল্ডের পৃষ্ঠপোষকতায় দুইদিনের এই উৎসবে বিশেষ সম্মাননা প্রদান করা হবে পন্ডিত অমরেশ রায় চৌধুরীকে। এছাড়াও এই আড়ম্বড়পূর্ণ আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন  শাহিন সামাদ, সাদি মহম্মদ, সুবীর নন্দী, শামা রহমান, লাইসা আহমেদ লিসা, সামিনা চৌধুরী, অণিমা রায়, চন্দনা মজুমদার ও শফি মন্ডল। এছাড়াও আমন্ত্রিত বিদেশী অতিথি হিসেবে পারফর্ম করবেন ভারত, চীন, ইন্দোনেশিয়ার সঙ্গীত শিল্পীবৃন্দ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিক্ষার্থীদের পরিবেশনার বাইরে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক উৎসবের আহ্ববায়ক ও উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায়। প্রথমবারের মতো আন্তর্জাতিক উৎসব প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘প্রাতিষ্ঠানিক দায়িত্বের বাইরেও এই উৎসবটিতে আমার প্রাণের তাগিতটা বেশি। কারণ বর্তমান সামাজিক উন্নয়নে খুব বড় ভুমিকা রাখতে হবে আমার সঙ্গীত ও সাংস্কৃতিক অভ্যেস গড়ে তোলা। সেদিক দিয়ে এই উৎসবকে আন্তর্জাতিক ভাবে আয়োজনটাও আমার কাছে একটা গুরুদায়িত্বের মতো। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অংশ নিয়েছেন আমাদের এই আয়োজনে। আশা করছি, একটি দারুণ নান্দনিক সঙ্গীত উৎসব আমরা উপহার দিতে পারবো।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn