সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ক্রমাগত জলবায়ূ পরিবর্তনের ফলে পরিবেশের বিরূপ প্রভাব থেকে বাঁচতে প্রচুর পরিমানে তাল গাছ লাগানোর প্রয়োজন। ভবিষ্যৎ প্রজম্মের জন্য আবাস যোগ্য বাংলাদেশে রেখে যেতে প্রত্যেকেই পর্যাপ্ত পরিমান গাছ লাগানো নৈতিক দায়িত্ব। বাংলাদেশের জলবায়ূর প্রেক্ষাপট বিবেচনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর এক কোটি বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছেন। মনে রাখতে হবে বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রানী পরস্পর নির্ভশীল। মানুষের প্রয়োজনীয় কাজে গাছের ব্যবহার করা হয়। পরিবারের প্রয়োজনে প্রত্যেক বাড়িতেই ফলদ বৃক্ষ রোপন ও পরিচর্যা করলে বাজারের ফরমালিনমুক্ত ফল থেকে সদস্যদের রক্ষা করা সম্ভব হবে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ফলদ বৃক্ষমেলার উদ্ধোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড.খালেক কনক, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা শাখাওয়াত হোসেন, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, ওসি(অপারেশন) গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ,সাধারন সম্পাদক আব্দুল আলিম, ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আ’লীগ নেতা আফজাল হোসেন, মাও. নুরুল হক, চাষী রুস্তম আলী। ছাতক উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্ধোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মেলায় ফলদ বৃক্ষসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১২টি ষ্টল অংশগ্রহন করে। মেলা উপলক্ষে শহরে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে অ্রালোচনা সভা অনুষ্টিত হয়। মেলার ফিতা কেটে উদ্ধোধন, স্থানীয় কৃষকদের মধ্যে বিনামুল্যে উন্নত জাতের আম গাছের চারা বিতরণ ও প্রশিক্ষণ হলে কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনও করেছেন মুহিবুর রহমান মানিক এমপি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn