সু,বার্তা ডেক্সঃঃ ইন্দোনেশিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে ৮ মার্চ বুধবার বিকেলে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা ৩টা ৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে জাকার্তা বিমানবন্দর থেকে  ফ্লাইটটি দেশের পথে উড়াল দেয়।  গত ৬ মার্চ সোমবার সকালে ইন্দোনেশিয়া সফরে যান শেখ হাসিনা। সফরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া এফবিসিসিআই সভাপতি আবদুল মতলুব আহমেদের নেতৃত্বে ৬০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও জাকার্তা সফরে ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। শেখ হাসিনা ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট আইওআরএ-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘লিডারস সামিটে’ যোগ দিতে তিন দিনের সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn