শাবি প্রতিনিধি :: দেশের জ্বালানি সংকট নিরসনে জনগণের নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও কৌশলকে কাজে লাগিয়ে সীমিত জ্বালানি সম্পদকে বিভিন্নভাবে ব্যবহার করার উদ্দেশ্যে শুরু হয়েছে “পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন ২০১৭”। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে গত ১৯ এবং ২০ এপ্রিল টানা ৩৬ ঘন্টাব্যপী এ প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। এতে সর্বশেষ ২১ টি দলের মধ্যে প্রথম ও দ্বিতীয় রানারআপসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের তিনটি দল বিজয়ী হয়েছে। আয়োজকসূত্রে জানা যায়, সারাদেশ থেকে ৩৯০টি দলের মধ্যে নির্বাচিত ১৫০টি দলে ৯১৫ জন প্রতিযোগী ঢাকাতে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
এই হ্যাকাথনে- গৃহস্থালিতে কার্যকর জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা, মেরিন এনার্জি কার্যকর করা, শিল্পক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি শক্তির সংকট, বায়োমাস গ্যাস স্টোভ প্রতিস্থাপন, স্মার্ট গ্রিড টেকনোলজির বাস্তবায়ন, গ্রিন ও রিনিউয়েবর এনার্জির সমাধান, বিদ্যুতের সুলভ সংযোগ নিশ্চিতকরণ-এই ৭ (সাত) টি লক্ষ্য অর্জনের জন্য প্রতিবন্ধকতাসমূহ প্রযুক্তি দিয়ে কিভাবে মোকাবেলা করা যেতে পারে তা দেশের তরুণ প্রকৌশলিরা উদ্ভাবন করেন।
৩৬ ঘন্টা ব্যাপী এই হ্যাকাথনে ৪০ জনের বিশেষজ্ঞ দল ৭টি বিভাগের সেরা ২১ টি উদ্ভাবন খুঁজে বের করেন। এই ২১ টি দলের মধ্যে ৩টি দলই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালর্য়ে। বিজয়ী দলগুলো হলো ইনোভেটোথপ্রোপি (ইব্রাহিম, মেসকাত, দীপা, সুমাইয়া), ইরিপ্রিসিবল বাংলাদেশ (বাপ্পি, রিয়াদ,  রাসেল, শাওন, রকি), মেস্ট্রোস (মিনহাজ, কাওসার)। অনুষ্ঠানে বিদ্যুৎ , জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়েজুল্লাহ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসর এ্যাসোসিয়েশনের সভাপতি লতিফ খান বক্তব্য রাখেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn