জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হওয়ার অভিযোগে ৪ ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী। আটককৃত ভর্তিচ্ছুরা হলেন- মো. খায়রুল ইসলাম, হিমাদ্রী সাহা, রাশিদুল হাসান রাজন ও অলি আহমেদ।  প্রক্টর অফিস সূত্রে জানা যায়, মো. খায়রুল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনির মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ৭৭তম স্থান পেয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসে আটক হন। হিমাদ্রী সাহা নেত্রকোনার পাহাড়ী সাহার ছেলে। তিনি কলা ও মানবিকী অনুষদে ৩৩তম হয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসে আটক হন। তার রোল নং ৩৫১১৭৪। রাশিদুল হাসান রাজন নেত্রকোনার খালিয়াজুড়ি থানার লিপসা গ্রামের মো. জানু মিয়া ইসলামের ছেলে। তিনি কলা ও মানবিকী অনুষদে ৭৬তম স্থান লাভ করেন। তার রোল নং ৩১৮৪১৭। ওলি আহমেদ রাজশাহীর বাঘা থানার কুশাবাড়িয়ার গ্রামের জান মোহাম্মদের ছেলে। তিনি কলা ও মানবিকী অনুষদে ২১তম হয়ে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে এসে আটক হন। তার রোল নং ৩১৪০৭৯। প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আটককৃতরা ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত। তাদের হাতের লেখার সাথে পরীক্ষার লেখার মিল না থাকা ও ছবির মিল না পাওয়ায় তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এরআগেও ৭ ভর্তিচ্ছুকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn