জামালগঞ্জে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ মিছিল
জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চালকদের বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। সোমবার (১৫ মে) সকালে শতাধিক মোটরসাইকেল (ভাড়ায় চালিত) চালকগণ জামালগঞ্জে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়- জামালগঞ্জ-সেলিমগঞ্জের রাস্তায় নির্মাণকাজের কারণে এক সপ্তাহ যাবৎ মোটরসাইকেল চালকগণ যাত্রী আনা-নেওয়া করা যাচ্ছে না। প্রতিটি চালক সারাদিন মোটরসাইকেল চালিয়ে তাদের পরিবার-পরিজনকে ভরণ-পোষণ করে আসছেন। রাস্তার কাজের জন্য ঠেলাগাড়ি, রিক্শা, সিএনজি ও মোটরসাইকেলসহ সমস্ত যানবাহন বন্ধ থাকায় চালকদের অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে রাস্তার কাজ সম্পন্ন করে চালকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য জোরদাবি জানানো হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান- নেত্রকোনা-ধর্মপাশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে (ইলেক্ট্রনিক টেন্ডার)-এর মাধ্যমে জামালগঞ্জ-সেলিমগঞ্জ রাস্তাটি পূজা এন্টারপ্রাইজ (জামালগঞ্জ), মাহবুব এন্টারপ্রাইজ (সুনামগঞ্জ), শহীদ ব্রাদার্স (নেত্রকোনা) গত ০৭.০৪.১৭ ইং তারিখে ওয়ার্ক অর্ডার পেয়েছে। পূর্বের আর.সি.সি রাস্তা ভেঙে নতুন করে ভি.সি.সি রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি ১২ ফিট এবং সোল্ডারসহ ১৮ ফিট প্রস্থে করা হবে। তাই রাস্তাটিতে কাজ করার সময় বিকল্প রাস্তার জায়গা না-থাকায় চলাচলের অসুবিধা হচ্ছে। তবে অতি দ্রুত রাস্তাটির কাজ করে জনগণের চলাচলের ব্যবস্থা করার জন্য আমার অফিসের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।