জার্মানির এজপেলকাম্প শহরে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক নারী ও এক পুরুষ। ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকে। তবে এখনো হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। এ খবর দিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে। খবরে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হানোফার থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে এজপেলকাম্প শহর অবস্থিত। শহরটির একজনকে একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে, আরেকজনকে কাছের এক রাস্তায় গুলি করা হয়।

ভিক্টিমদের পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গেছে, আটক ব্যক্তির বয়স ৫২। তিনি ডিপেনাও নামের আরেক শহরের বাসিন্দা। পুলিশ এখন এ ঘটনা নিয়ে বিস্তর তদন্ত শুরু করেছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে মনে করছেন স্থানীয় পুলিশের এক কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn