জেএসসি পরীক্ষা : প্রথম দিনে অনুপস্থিত ৬৯৬ জন
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনে সুনামগঞ্জে অনুপস্থিত ছিল ৬৯৬ জন পরীক্ষার্থী। তবে কেউ বহিষ্কার হয়নি।সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ জানান, বোর্ডের অধীনে সিলেট জেলায় ৫৬ কেন্দ্রে ৫০ হাজার ১৪২ পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৪৯ হাজার ১৮২ জন। অনুপস্থিত ছিল ৯৬০ জন। সুনামগঞ্জে ২৯ কেন্দ্রে ২৮ হাজার ৭৪২ জনের মধ্যে ২৮ হাজার ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৯৬ জন অনুপস্থিত ছিল। হবিগঞ্জে ২৯ কেন্দ্রে ৩০ হাজার ১৯ পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ১৭৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৮৪৩ জন। মৌলভীবাজারে ২৫ কেন্দ্রে ২৯ হাজার ২০৬ জনের মধ্যে ২৮ হাজার ৭০৯ শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৪৯৭ জন। শনিবার সকাল ১০টায় সিলেট বোর্ডের অধীনে একযোগে ১৩৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় মোট ১ লাখ ৫৬ হাজার ৪৫৩ শিক্ষার্থী ছিল। এরমধ্যে ৬৭ হাজার ১০২ জন ছাত্র ও ৮৯ হাজার ৩৫১ জন ছাত্রী। বোর্ডের অধীনে ১ লাখ ৩৫ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।