ক্রমেই কমে যাচ্ছে আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট? অনেক পরিচিত বন্ধুর পোস্টও ইদানিং সামনে আসছে না। গিয়ে দেখলেন তার সঙ্গে আপনার বন্ধুন্ত এখন আর নেই। কখনো ভাবছেন কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করলো কিনা। আবার কখনো মনে হচ্ছে ওই বন্ধুই আপনাকে বাদ দিয়েছে। যে কোন কিছুই হতে পারে। কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না কারা আপনার ফ্রেন্ডলিস্ট থেকে হাওয়া হয়ে যাচ্ছে। জানতে চান কে এই বিষয়ে কলকাঠি নাড়ছে? সে জন্য ক্রোম এবং ফায়ারফক্স নিয়ে এসেছে একটি বিশেষ ফিচার৷ যার নাম ‘Who Deleted Me’৷ যেটি খুব সহজেই বলে দেবে ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা কারা কারা আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকতে চায় না! খুব সহজেই এটি নিজেদের ব্রাউজারে ব্যবহার করা যেতে পারে৷ আর তারপরই সেটি শুরু করে দেবে তার ম্যাজিক৷ তবে তার আগে ‘Who Deleted Me’তে ফ্রেন্ডলিস্ট আপলোড করতে হবে৷ এরপরই শুরু হয়ে যাবে এটির ম্যাজিক৷ প্রতিবার অ্যাপটি খোলার পরই ফ্রেন্ডলিস্ট পরীক্ষা করে দেখবে এই বিশেষ এক্সটেনশনটি৷ এই অ্যাপটি ফেসবুকে ইনস্টল করার পরই সে প্রতিবার জানান দেবে কে কে আপনাকে আনফ্রেন্ড করেছে৷ এমনকি কেউ তার নিজের ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করলেও সেটি জানান দেবে এই অ্যাপটি৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn