২০১৬ সনের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রদান করা হয়। সুনামগঞ্জ জেলায় মোট বৃত্তি পেয়েছে ১৪০৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬২৮ এবং সাধারণ গ্রেডে ৭৭৫ জন বৃত্তি পেয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলায় এ বছর ট্যালেন্টপুলে ৮৩জন এবং সাধারণ গ্রেডে ১১১ জন বৃত্তি লাভ করেছে।

জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসাইন বলেন, সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও আশানুরূপ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তবে ভালো করেছে সদর উপজেলা। এই উপজেলায় ৮৩ জন শিক্ষার্থী টেলেন্টপুলে এবং ১১১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। অন্যদিকে, ছাতকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ফলাফলের ভিত্তিতে শহরের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষ স্থানে রয়েছে। ১৯জন বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩টি ট্যালেন্টপুলে এবং ৬টি সাধারণ বৃত্তিলাভ করে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। উপজেলার মোট ২৩৫জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিলাভ করেছে। এর মধ্যে ১শ’ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুলে ও ১৩৫জন শিক্ষার্থী পেয়েছে সাধারণ বৃত্তি। শহরের মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩টি বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪জন শিক্ষার্থী। ফলাফলের ভিত্তিতে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে ২য় স্থানে রয়েছে। এ ছাড়া ছাতক সিমেন্ট কারখানা প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্টপুলে ৫ জন ও সাধারণ বৃত্তি পেয়েছে ৭ জন শিক্ষার্থী, চরমহল্লা লতিফিয়া কিন্ডারগার্টেন টেটিয়ারচর ২টি ট্যালেন্টপুলে ও ৩টি সাধারণ বৃত্তি লাভ করে ইউনিয়নের মধ্যে শীর্ষে রয়েছে। এ বিদ্যাপীঠ সমাপনী পরীক্ষায়ও ৭টি জিপিএ-৫ ও ৭টি এ’সহ শতভাগ ফলাফল অর্জন করেছে। তাতিকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১টি ট্যালেন্টপুলসহ ৫জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn