জেলা আঃলীগ সভাপতির কেন্দ্রে নৌকার ভরাডুবি
সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড.জয়া সেন গুপ্ত। তবে জয়া সেন বিজয়ী হলেও জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানের নিজের এলাকার কেন্দ্রে নৌকার ভরাডুবি হয়েছে। দলীয় কোন্দলের কারণেই এ কেন্দ্রটিতে নৌকার পরাজয় হয়েছে বলে নৌকা মার্কার সমর্থকরা দাবি করেছেন। মতিউর রহমানের নিজের কেন্দ্র ধনপুর,নাচনী চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী জয়া সেন পেয়েছেন ৭৩৮ ভোট। আর সিংহ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৯৩৩ ভোট। ১১০ টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রের ফলাফলের মধ্যে নৌকা মার্কা নিয়ে জয়া সেন পেয়েছেন ৯৬ হাজার ৩৫৯ ভোট আর সিংহ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৪০ হাজার ১৮২ ভোট। বিজয়ী জয়া ৫৬ হাজার ১৭৭ ভোট বেশি পেয়েছেন রেজুর চেয়ে।