জেলা বিএনপির মতবিনিময় সভা, কাউন্সিলের মাধ্যমে কমিটির দাবি
একে কুদরত পাশা-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ জেলা শাখার সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলন। বুধবার দুপুরে জেলা বিএনপির জলিলপুরস্থ কার্যালয়ে এ মতবিনময় সভা অনুষ্টিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান জীবন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সংযোজন হচ্ছে। আমরা আশা করছি সুনামগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির কমিটি গঠন করা হবে।
এসময় বক্তারা বলেন, জেলা বিএনপর আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে জেলার ১৬টি ইউনিটের মধ্যে ১৩টি ইউনিটের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুধুমাত্র খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া নির্বাচনী এলাকার তিনটি ইউনিটের কমিটি করা সম্ভব হয়নি। অবৈধ সরকারের ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির হাজার হাজার নেতা কর্মী উৎসবের মাধ্যমে কাউন্সিলারদারের সিদ্ধান্তে কমিটি গঠিন করেছে। দেশনেত্রী বেগশ খালেদা জিয়ার ডাতে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করে জেলা কমিটি গঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। দেশের বিভিন্ন জেলায় বিএনপির কমিটি গঠিত হচ্ছে কিন্তু সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি কোন অদৃশ্য শক্তির কারণে হচ্ছে না তা তরা কেন্দ্রীয় নেতাদের কাছে জানতে চান। তারা দাবি করেন ১৬টি ইউনিটের কাউন্সিলরদের নিয়ে জেলা কমিটি গঠন করতে হবে। ওপর থেকে চাপিয়ে দেওয়া কোন কমিটি মেনে নেওয়া হবে না।
মতি বিনিময় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, জেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ জেপি, এ্যাডবোকেট মাসুক আলম, সাবেক মেয়ার আক্তার হোসেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, মধ্যনগর থানা বিএনপির সভাপতি সবুজ মিয়া, তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেরা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, প্রথমদ সদস্য সৈয়দ রমিজ উদ্দিন মাষ্টার, সুনামগঞ্জ পৌর বিএনপির প্রথম সদস্য নূর হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনিপর সদস্য মোস্তাক আহমদ, দিরাই উপজেলা বিএনিপর সভাপতি কামরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি হাজী আহমদ মিয়া, শাল্লা উপজেলা বিএনিপর সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি চাদ মাষ্টার, সাধারণ সম্পাদক কবির আহমদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন, ছাতক উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা বিএনিপর সাধারণ সম্পাদক আব্দুল মানিক মাষ্টার, জোনাব আলী। এসনময় উপস্তিত ছিলেন, জেলা বিএনপি নেতা, এ্যাডভোকেট ফারুক আহমেদ, এ্যাডভোকেট আব্দুল হক, আমত মিছবাহ, নজরুল ইসলাম, আনিছুল হক, অধ্যক্ষ শেরগুল আহমদ, সোহেল আহমদ, শাল্লা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদ্যেস আখঞ্জি, ধর্মপাশা উপজেলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম, বিশ্বম্ভরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, ধর্মপাশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজদ, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমীন, জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মালেক , দিরাই উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, শাল্লা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান, জগন্নাথপুর উপজেলার সাবেক আহ্বায়ক কর্নেল আলী, মালেক খান, লন্ডন বিএনপির নেতা সুজ্জাতুর রেজা, আবুল কালাম, রাকাব উদ্দিন, এ্যাডভোকেট কামাল হোসেন, এ্যাডভোকেট সালেহ আহমদ, এ্যাডভোকেট আবুল কাশেম, মোহাম্মদ আলী, সৈয়দ হেলাল, মামুন চৌধুরী, হোসেন আমীর, মাসুম মাহমুদ তালুকদার, মুরাদ, জামালগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, মোনাজ্জির, নুরুল আলম, আব্দুল মজিদ, আবুল কাশেম, আফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, শামীম, একে কুদরত পাশা, আবুল হায়াত, আব্দুল করিম জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায় সৈয়দ সফিকুল ইসলাম, ইকবাল হোসেন, আবুল কালাম, ছাত্রদল নেতা ফরহাদ শাহ, জাহির উদ্দিন, জাকারিয়া আহমদ অপু প্রমুখ।