‘কথিত’ স্ত্রীর করা মামলায় কিছু আগেই জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু এটা তার মনোবলকে ভেঙে দিতে পারেনি। মাঠে ফিরেই ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরকে জেতালেন জাতীয় দলের বাইরে থাকা স্পিনার আরাফাত সানি। ১০ ওভারে ৩ মেডেনে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। লিগের উদ্বোধনী দিনে বিকেএসপিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম দোলেশ্বর। এরপর আব্দুল মজিদের ৮৩ বলে ৭৭, মার্শাল আইউবের ৬৩, ইমতিয়াজ হোসেনের ৩৮ রানের ওপর ভর করে শাহরিয়ার নাফীসের নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৭ রান তোলে। জবাবে আরাফাত সানীর বোলিং ভেলকিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রানের বেশি করতে পারেনি পারটেক্স এসসি।   এদিন সানি ম্যাজিকের শুরু ম্যাচের ৩৫তম ওভার থেকে। ৩ উইকেটে ১২৩ রান তুলে যখন জয়ের স্বপ্ন কিছুটা হলেও উঁকি দিচ্ছিল, তখনই তাদের সব আশা আর স্বপ্ন একের পর এক উইকেট নিয়ে শেষ করে দেন সানি। তাতে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রানে থেমে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় পারটেক্সকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn