জোৎস্না রাতে মমিনুল মউজদীনকে স্মরণ
সুনামগঞ্জ ::জোৎস্না রাতে সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মমিনুল মউজদীনকে স্মরণ করলেন সুনামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র নাদের বখত। রোববার রাত ৮ টা থেকে ৮ টা ১ মিনিট পর্যন্ত পুরো সুনামগঞ্জ পৌর এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ব্ল্যাক আউট পালন করা হয়। এসময় সুনামগঞ্জের রিভারভিউ এলাকায় জোৎস্না উপভোগ করেন পৌর মেয়র নাদের বখতসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমেদ চৌধুরী প্রমুখ। এব্যপারে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, জল-জোৎস্নার কবি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মমিনুল মউজদীন। তিনি একাধারে একজন রাজনৈতিক ব্যাক্তিও ছিলেন। সুনামগঞ্জ পৌরসভার উন্নয়নে অনেক কাজ করে গিয়েছেন। তাই মমিনুল মউজদীন স্মরণে জোৎস্না রাতে পুরো পৌর এলাকাকে অন্ধকার করে এক মিনিট ব্লাকআউট পালন করা হয়। উল্লেখ্য, দেওয়ান মমিনুল মউজদীন ২৯ আগস্ট ১৯৫৫ সালে সুনামগঞ্জ শহরের এক বিখ্যাত জমিদার পরিবারের জন্মগ্রহন করেন। তিনি মরমী কবি দেওয়ান হাসন রাজার প্রপৌত্র। তিনি সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত পৌর চেয়ারম্যান ছিলেন। মমিনুল মউজদীন ২০০৭ সালে ১৫ নভেম্বর সড়ক দুঘর্টনায় মৃত্যুবরণ করেন। তার জনপ্রিয় কাব্যগ্রন্থ হলো এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়।