টাংগুয়ার হাওরে অতিথি পাখি নিধন হলে কঠোর ব্যবস্থা-জেলা প্রশাসক
হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলায় উত্তরের হিমেল হাওয়ায় শীতের আবাশ দিয়েছে বইছে শীতল হাওয়া। শীত পড়ার সাথে সাথেই আসতে শুরু করেছে অতিথি পাখি। প্রতি বছরের মত জেলার টাংগুয়ার হাওর সহ জেলার বিভিন্ন হাওরে দেশের সীমানা ছেড়ে সুদুর সাইবেরীয়া,মঙ্গোলীয়া সহ শীত প্রধান বিভিন্ন দেশ থেকে জীবন বাচাঁর তাগিতে বাংলাদেশে আসে বিভিন্ন প্রজাতির হাজার হাজার অতিথি পাখি। সেই অতিথি পাখিদের নিরাপদ টাংগুয়ার হাওর সহ বিভিন্ন অবাধে বিচরনের জন্য পাখি সংরক্ষন করার জন্য সকলকে সচেতনতার সাথে এগিয়ে আসার আহবান জানান জেলা মোহাম্মদ প্রশাসক সাবিরুল ইসলাম। তিনি বলেন,আপনারা পাখি ব্যবসায়ীদের সাথে কথা বলেন তাদের তালিকা তৈরী করেন। আমি তাদের সাথে কথা বলব। এরপরও কেউ পাখি শিকার করলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করব। কোন প্রকার ছাড় পাবে না কেউ। সরকার যে নীতি মালা দিয়েছে তা মানতে আমরা সবাই বাধ্য। যে কোন তথ্য প্রশাসনকে জানানো সবারই উচিত। এ জেলার অপার সম্পদ ও সুন্দর্য আছে তা রক্ষা করতে পারলে সিঙ্গাপুরও আমাদের কাছে হাড় মানবে। জেলা প্রশাসক সাবিরুল ইসলাম জেলা প্রশাসকের কার্য্যালয়ে টাংগুয়ার হাওরে অতিথি পাখি সংরক্ষন বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন,আইইউইউসিএন এর কান্টি ডিরেক্টর ইশতিয়াক আহমেদ,জেলা ম্যাজিষ্ট্রেট আইনুল আক্তার পান্না,কৃশি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জাহেদুল হক,সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক শেরগুল আহমদ প্রমুখ।