শততম টেস্টে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। টসে হেরে বোলিংয়ে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে কাঁপন তুলেছে টাইগার বোলাররা। মোস্তাফিজ-মিরাজ-শুভাশিষের দাপটে ২৭.৪ ওভারে ৭০ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বির্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। বুধবার সকালে কলম্বোর পি সারা ওভালে টসে জিতে বেশ সাবধানী ব্যাটিং শুরু করে লঙ্কানরা। তবে ইনিংসের নবম ওভারে মোস্তাফিজের পেসে মিরাজের হাতে স্লিপে ক্যাচ দিতে বাধ্য হন লঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারাত্নে (৭ )। ১৩ রানে লঙ্কানদের প্রথম উইকেটের পতন ঘটে। এরপরই লঙ্কান শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ১২তম ওভারে মিরাজের বলে স্ট্যাম্পড হন কুশল মেন্ডিস। এরপর আবারো আঘাত হানেন মিরাজ। ১৫.২ ওভারে দলীয় ৩৫ রানে মিরাজের হাতে ক্যাচ তুলেন উপল থারাঙ্গা। ফলে ৩৫ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা।

তবে প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দেন গুণারত্নে ও দিনেশ চান্দিমাল। এই দুজন ৩৫ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ৭০ রানের মাথায় গুণারত্নেকে সাজঘরে ফেরা শুভাশিষ রায়। তার বলে এলবিডব্লিউ’র শিকার হন গুণারত্নে। ৭০ রানে লঙ্কানদের চতুর্থ উইকেটের পতন ঘটে। এই ম্যাচে আবারো কিপিং গ্লাভস হাতে নিচ্ছেন মুশফিকুর রহিম। নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে বলের আঘাতে ছিটকে গেছেন লিটন দাস। এছাড়া বাদ পড়েছেন তাসকিন আহমেদ। দলে ঢুকেছেন তাইজুল ইসলাম, সাব্বির রহমান। এছাড়া অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসিলা গুনারাত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn