টাইগারদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
বার্তা ডেস্ক :: বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বকাপ জেতা এক একটি নামিদামি দলের সঙ্গে খেলা কিন্তু কম কথা নয়। বাংলাদেশের পারফরম্যান্স কিন্তু বিশ্বকাপে চমৎকার ছিল। ও হ্যাঁ, আমরা যে বিশ্বকাপে খেলতে পেরেছি বা এতদূর যেতে পেরেছি সেটাও কিন্তু কম কথা নয়। চীনে পাঁচ দিনের সরকারি সফরের অভিজ্ঞতা জানাতে সোমবার বিকাল ৪টায় গণভবনে সাংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমাদের যারা খেলোয়াড়, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান বিশ্বে একটা স্থান করে নিয়েছে। আমি দোষ দেব না। কারণ খেলা এমন একটা জিনিস। এখানে ভাগ্যও কিন্তু লাগে। তিনি বলেন, সবসময় কিন্তু এক রকম হবে তা না। তারা যে সাহসী মনোভাব নিয়ে মোকাবেলা করেছে, এজন্য আমি তাদের প্রশংসা করি। তিনি আরও বলেন, বিশ্বকাপে ১০টি দল খেলল, সবাই যে সেমিফাইনালে খেলবে তা কিন্তু নয়, চারটি দল সেমিতে গেছে। তার মানে বাকি (ছয়টি) দল যারা বাদ পড়েছে, তারা সবাই খারাপ খেলেছে; সেটাই বলবেন? তাহলে আপনারা আপনাদের নিজেদেরকেই ছোট করছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজেদের এত খারাপ বলি কেন? বরং এক একটা জাঁদরেল জাঁদরেল, দীর্ঘদিন যারা খেলে খেলে অভিজ্ঞ তাদের সঙ্গে আমাদের ছেলেরা যে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে, সেজন্য তাদের প্রশংসা করতে হবে। সৌজন্যে : যুগান্তর