টানা পাঁচ দিন
জনপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা এখন ব্যস্ত সময় পার করছেন আফজাল হোসেনের ‘মানিকের লাল কাকড়া’ শিরোনামের চলচ্চিত্র নিয়ে। গেল বছরের শেষের দিক থেকে এই ছবির শুটিং শুরু হয়। কয়েক দিনের বিরতির পর গতকাল থেকে আবারো এ ছবির শুটিং শুরু করেছেন সোহানা সাবা। টানা পাঁচ দিন তিনি এই ছবির শুটিং করবেন বলে জানান। এটিতে আরো অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস ‘মানিকের লাল কাঁকড়া’ অবলম্বনে একই নামে ছবিটি নির্মিত হচ্ছে। এটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। সাবার ভাষ্য, আফজাল হোসেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম।
তিনি নিজে বড় মাপের একজন অভিনয় শিল্পী। তাই অন্য শিল্পীর বিষয়টি সহজে বুঝতে পারেন। এ ছাড়া তার মতো মানুষের সঙ্গে কাজ করা মানে যে কোনো শিল্পীর জন্য অনেক কিছু শেখার ও জানার সুযোগ তৈরি হওয়া। এই চলচ্চিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি হবে আশা করছি। আসছে আগস্টে এ অভিনেত্রী ওপার বাংলার একটি চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। চলতি বছরের শুরুতে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে শুটিং পেছানো হয়েছে বলে জানান তিনি। এদিকে ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘এপার ওপার’ শিরোনামের একটি চলচ্চিত্র। প্রায় দুই বছর আগে এ ছবির শুটিং শেষ করেন তিনি। চলচ্চিত্রের বাইরে একটি ওয়েব সিরিজের প্রস্তুতি নিচ্ছেন এ গ্ল্যামারকন্যা। আগামী মাসেই এই ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন। এখানে দর্শকের জন্য থাকছে সাবার নতুন চমক। সেটি কি? জানতে চাইলে তিনি বলেন, অভিনয়ে পাশাপাশি এই ওয়েব সিরিজের গল্পটি আমার নিজের লেখা থাকবে। এছাড়া এটি আমার প্রোডাকশন থেকে নির্মিত হবে। এ দিকে প্রায় ছয় মাস পর নাটকে ফিরেছেন সাবা। ভালোবাসা দিবসের জন্য ‘কাকতলীয়’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এর আগে এ অভিনেত্রী কাজ করেন দীপ্ত টিভির সিরিয়াল ‘মধ্যবর্তিনী-২’তে