আধিপত্য বিস্তার নিয়ে নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওমর আলী মিয়াদ (২৬) নামে এক কর্মী নিহত হয়েছেন।সোমবার বিকেল সোয়া ৩টার দিকে টিলাগড় মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত ওমর আলী মিয়াদ সিলেটের শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে। সে সিলেট এমসি কলেজে বিএসএস এবং লিডিং ইউনিভার্সিটিতে আইন বিষয়ের ছাত্র। এ সময় নাছিম ও তারেক নামে আরো দুই কর্মী আহত হয়েছেন। নিহত ও আহতরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলার আজাদুর রহমান আজাদ গ্রুপের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন।। দুটি পক্ষই টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের পৃথক উপ গ্রুপের সাথে সম্পৃক্ত রয়েছেন। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফখরুল সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত। তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। এ হামলার ঘটনায় ফখরুলের ভাই তোফায়েল জড়িত আছেন এমন খবরে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সিলেটে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান- হাসপাতাল সূত্র একজনের মৃত্যুর সংবাদ তাকে নিশ্চিত করেছে। পুলিশ ঘটনাস্থলের রয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

মিয়াদ খুন নিয়ে যা বললেন জাকির

ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে নগরীর টিলাগড় এলাকায় এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। খুন হওয়া ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ টিলাগড় গ্রুপের সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপুর অনুসারী বলে জানা গেছে।  সোমবার বিকাল ৩টার দিকে ছাত্রলীগের অপর একটি পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এ খুনের ঘটনার দায় সংগঠনের উপর দিতে নারাজ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

মুঠোফোনে আলাপকালে জাকির বলেন- কারো ব্যাক্তিগত বিরোধের জেওে ঘটা কোন ঘটনার দায় সংগঠন নিতে পারেনা। সোমবার সিলেটে ঘটা এই খুনের ঘটনায় জড়িতরা তাদের ব্যক্তিগত বিরোধ থেকে এই হামলা করেছে। এ ঘটনার সাথে কোনভাবেই ছাত্রলীগকে দোষারোপ করা ঠিক হবে না।  তিনি আরো বলেন- খুন হওয়া যুবক ওমর ছাত্রলীগের কর্মী এবং মেধাবী ছাত্র। তবে খোঁজ নিয়ে জেনেছি তার সাথে ব্যক্তিগত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এটি রাজনৈতিক কারণে হয়নি। আমি এই ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn