আশিক মিয়া- বিয়ে করতে কনের বাড়িতে যাওয়ার সময় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দোয়ারাবাজারের বরসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, এক শিশু ও ৪ জন পুরুষ। বৃহস্পতিবার বিকাল ৪ টায় দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর গ্রামের বরযাত্রীবাহী মাইক্রোবাস সিলেটের ওসমানীনগরে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের বটেরতল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় বর সহ ৬ জন ঘটনাস্থলেই মারা যান।  নিহতরা হলেন দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে বর আনসার আলী, বরের ভগ্নিপতি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামের সমুজ আলীর ছেলে মিরাস আলী, বরের মামাতো ভাই রবি মিয়ার ছেলে আনফর আলী, চাচাতো ভাইয়ের স্ত্রী পারভীন আক্তার, ভাতিজি ঝুমা বেগম ও গাড়ি চালক আমির আলী। এসময় আরো ৪জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রাম থেকে কনের বাড়ি নোয়াখালীর উদ্দেশ্যে দুপুর ২টায় যাত্রা করেন তারা। বিকেল ৪টায় সিলেটের ওসমানীনগরে বটেরতল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন জমির আলীর ছেলে আরব আলী, মির্জা আলীর ছেলে আব্দুল খালেক, ওয়াব আলীর ছেলে নজির আলী। গুরুতর আহত একজনের পরিচয় পাওয়া যায় নি।  ঘটনায় মাইক্রোবাসের চালক আমীর আলীও ঘটনাস্থলেই মারা যান। চালকের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের পশ্চিম লাইয়ারকূল গ্রামে।  পুলিশ জানায়, বটেরতল এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৪ আরোহীসহ চালক নিহত ও ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সুন্দর মিয়া জানান, একটি গাড়িকে সাইট দিতে গিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে চলে যায়। এরপর আবারও উঠতে গেলেই দ্রুতগতির ট্রাকটি সেটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি আলি মাহ্ মুদ বলেন, দুর্ঘটনায় আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মহাসড়কের ওপর ট্রাকটি উল্টে যাওয়ায় ওই সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। খবর পেয়ে ওসমানীনগর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ওসমানীনগর থানার ওসি আলী মাহমুদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn