ঠিকাদারে’র বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়ায় ইউপি সদস্যে’র উপর হামলা
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সেতু নির্মাণে অনিয়ম নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য রঞ্জিত সুত্রধরতে সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়নের একটি সেতু নির্মাণের কিছুদিনের মধ্যেই সেতুটিতে ফাটল ও সেতুর উপরের পিচ উঠে যাওয়ায় ইউপি সদস্য রঞ্জিত সুত্রধর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সেতুটির ঠিকাদারের নাম উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেতুটির ঠিকাদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু ওই ইউপি সদস্যকে মঙ্গলবার সকালে পোস্টটি মুছে দেবার জন্য হুমকি দেন। পরে বিকেলে ইউনিয়নের কান্দিগাঁওয়ে ১০ থেকে ১২ জন লোক তাঁর উপর অতর্কিতে হামলা চালায় । স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান নিক্কুর চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনসুর আলম সুজন, ডালিম মিয়া এবং আত্মীয় ফারুক মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ সময় রঞ্জিত সুত্রধর দৌড়ে পার্শ্ববর্তী মসজিদে ঢুকলে সেখানেও তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ ব্যাপারে যোগাযোগ করার জন্য রেজাউল আলম নিক্কুর মোবাইল নাম্বারে কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
রঞ্জিত সুত্রধরের বন্ধু কেশব দে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানান, গুরুতর আহত রঞ্জিতের মাথায় ৬টি গুরুতর আঘাত রয়েছে, এছাড়াও পেটে ও পিঠেও ধারালো অস্ত্রের জখম রয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন হামলার বিষয় ও কারণ নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশ অবগত হয়েছে, তবে আহতের পরিবারের সদস্যরা এখনো মামলা দায়ের করেননি। মামলা দায়ের করা হলে বিষয়টি তদন্ত করে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।