ডিসেম্বরে বাংলাদেশে আসতে পারে করোনার টিকা : স্বাস্থ্যমন্ত্রী
বার্তা ডেক্সঃঃডিসেম্বরে বাংলাদেশে আসতে পারে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, বর্তমানে বিশ্বে যে কয়েকটি দেশ করোনার টিকা উদ্ভাবন করে তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে তাদের মধ্যে রাশিয়ার টিকা এগিয়ে রয়েছে। আগামী নভেম্বরের শেষ দিকে এ টিকা বাজারজাত হতে পারে। অগ্রাধিকারভিত্তিতে আমরা এ টিকা পাওয়ার চেষ্টা করছি। নভেম্বরের শেষে দিকে বা ডিসেম্বরে এই টিকা বাংলাদেশে আসতে পারে। শীতকালে করোনা নিয়ন্ত্রনে রাখার প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, আসন্ন শীতে আমাদের সামাজিক অনুষ্ঠান বেশি হয়। যেমন বিয়ে, পিকনিক, ভ্রমণ। এতে মানুষের মধ্যে যোগাযোগ বেশি হয়। তাছাড়া শীতকালে ঠা-াজনিত রোগব্যাধিও হয়।এসব দিক মাথায় রেখে আমরা আমাদের কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীও আমাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি শীতকালেও করোনা নিয়ন্ত্রণে রাখা যাবে। সেভাবেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।