ড. জয়া সেনের নির্বাচনী প্রচারনা: যুবলীগের সাথে মতবিনিময়
দিরাই-শাল্লা উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. জয়া সেনের সমর্থনে মতবিনিময় সভা করেছে আওয়ামী যুবলীগ। উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বুধবার (২২ মার্চ) কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ড. জয়া সেন গুপ্তা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু,সীতেশ তালুকদার, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিত রায়, আবদুল হক মিয়া, তকবির আহেমেদ,মোহন চৌধুরী, টিটু,চান মিয়া,মাহবুব চৌধুরী,রায়হান মিয়া, কামরুল,তাপস দাস,অসীম রায় প্রমুখ। দেশের স্বাধীনতা সংগ্রামে যুবলীগের অগ্রনী ভুমিকার কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেন বলেন, নৌকা স্বাধীনতা, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক, ৩০ মার্চের নির্বাচনে যুবলীগ ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করার আহবান জানান। যুবলীগ কে মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড উল্লেখ করে প্রধান বক্তা হিসেবে বক্তব্য কালে খায়রুল হুদা চপল বলেন, যুবলীগের প্রত্যেকটি কর্মীকে গ্রামে গ্রামে নৌকার বিজয় নিশ্চিত করতে অগ্রনী ভুমিকা পালন করতে হবে, যুবলীগে কোন গ্রুপিং নেই উল্লেখ করে তিনি বলেন, যুবলীগে কোন টাউট বাটপারের স্থান নেই,যুবলীগের নামধরে কেউ চাদাবাজী করলে তাকে ধরিয়ে দেবেন, দিরাই-শাল্লায় সুরঞ্জিত সেনের হাতে গড়া যুবলীগ। যারা যুবলীগ করে তারা নৌকার বিরুদ্ধে কাজ করতে পারে না। নৌকার বিরোধীতাকারীরা যুবলীগের কেউ নয়। ড. জয়া সেনের নেতৃত্বেই দিরাই-শাল্লার যুবলীগ পরিচালিত হবে।