ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচন-২০১৮ এ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১৪টিতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল দল। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল মাত্র একটি সদস্যপদে জয়ী হয়েছেন। আজ সোমবার বিকালে ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী। এর আগে বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনে নীল দল থেকে বিজয়ীরা হলেন, সভাপতি পদে আর্থ অ্যান্ড এনভায়রণমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সহ-সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, কোষাধ্যক্ষ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। এ ছাড়া সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের জিনাত হুদা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মাদ সামাদ, লেদার টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সাদেকা হালিম, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে। আর একমাত্র সদস্য পদে সাদা দল থেকে বিজয়ী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn