‘তারেকের কাছে মনোনয়ন চাইতে গিয়েছিলেন শাজাহান খান’
বার্তা ডেস্ক:: সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খানের সমালোচনা করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘শাজাহান খান এখন নৌকা ছেড়ে আনারস ধরেছেন। এটা নতুন কিছু নয়। তিনি প্রয়োজনে নৌকা করেন। স্বার্থে না লাগলে নৌকা ভুলে যান। ২০০১ সালে শেখ হাসিনা মাদারীপুর-২ আসনে তাকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু এই শাজাহান খান নৌকার মনোনয়ন না পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন তারেক রহমানের হাওয়া ভবনে।’ বাহাউদ্দিন নাছিম প্রশ্ন করে বলেন, ‘কোন আওয়ামী লীগ নেতা কি তারেকের কাছে ছুটে যেতে পারে? তিনি সেখানে গিয়েছিলেন ধানের শীষের মনোনয়ন আনতে। সেদিন আওয়ামী লীগের দলীয় পতাকা, বঙ্গবন্ধুর ছবি, নৌকা প্রতীকে অসম্মান করেছিলেন এই শাজাহান খান। তিনি মন্ত্রী হয়ে কোন আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকেননি। থেকেছেন তার গণবাহিনী ও জাসদের নেতাকর্মীদের নিয়েই। তিনি কখনোই আওয়ামী লীগের চেতনা ধারণ করেননি। সব সময় নৌকায় চড়ে সুবিধা নিয়ে এখন নৌকার বিরোধীতায় নেমেছেন। আজকে সময় এসেছে এই দেশ বিরোধী, চেতনা বিরোধী, আওয়ামী বিরোধী অপশক্তিকে প্রতিহত করা।’ বাহাউদ্দিন নাছিম উল্লেখ করেন, ‘গত মাসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যারা নৌকা নিয়ে এমপি-মন্ত্রী হয়েছেন তারা যদি নৌকার বিরোধীতা করেন, তাহলে তারা আজীবনের জন্য নৌকা ছাড়া হবে।’ এ সময় আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এবার সদর উপজেলায় নৌকার বিরোধীতা করায় চিরদিনের জন্য নৌকা বঞ্চিত হলেন শাজাহান খান।’