তাহিরপুরের বাদাঘাট ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও আফজাল হোসেন, সজল সিদ্দিকীর যৌথ পরিচালনায় সভায় ইউপির ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট নিয়ে স্বাগত বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন। সম্ভাব্য বাজেট পেশ করেন ইউপি সচিব ভুপতি ভুষন সরকার প্রশান্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নুরুল হক মাষ্টার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক চির রঞ্জন তালুকদার, সমাজ সেবক আঃ হামিদ সিকদার, মাওলানা. আবু সাঈদ, হাবিবুর রহমান লাক মিয়া, ইউপি সদস্য জাকির হোসেন, আলী আহমদ, মহিলা সদস্যা মনোয়ারা বেগম, নিলুফা ইয়াসমিন প্রমুখ। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, ক্বারী রায়হান আরেফীন, গীতাপাঠ করেন, শিক্ষক অনির্বাণ হালদার। এসময় উপস্থিত ছিলেন- উন্নয়ন সংস্থা ইরার ওয়াশ ইন হেল্থ প্রোগ্রামের উপজেলা এডভোকেসী অফিসার অসিম নারায়ণ সিংহ, ইউসি আব্দুল মালেক খান, শরিক প্রকল্পের এফএফ মো. জমির উদ্দিন প্রমুখ। বাজেট সভায় ২০১৭-২০১৮ অর্থ বছরের সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১কোটি, ৩৯লক্ষ, ১৮হাজার, ৫শত, ৫৫টাকা এবং সম্ভাব্য ব্যায় নির্ধারণ করা হয়েছে ১কোটি, ৩৮লক্ষ, ৭হাজার, ৮৪০টাকা। বাজেট ঘোষণা শেষে স্থানীয় জনগণের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান।