তাহিরপুরের বালিয়াঘাট সীমান্তে চোরাই কয়লা জব্দ
বার্তা ডেক্সঃ তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্ত চোরাচালানীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। গতকাল ২৯.০৮.১৭ইং মঙ্গলবার রাত সাড়ে ১০টায় লালঘাট এলাকার দিয়ে ভারত থেকে চোরাই পথে পাচাঁর করা ২৫০বস্তা কয়লার মধ্যে ৮০বস্তা (৫০কেজি ওজনের) চোরাই কয়লা আটক করেছে বিজিবি। কিন্তু চোরাচালানীদের আটক করেনি বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে বৈধ কয়লা ও চুনাপাথর ব্যবসায়ীরা জানান, সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের লাকমা ও লালঘাট এলাকার ১০টি চোরাই পথ দিয়ে প্রতিদিন ভারত থেকে অবাধে কয়লা, চুনাপাথর, সাদা পাথরসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করছে চোরাকারবারী চক্র। মঙ্গলবার সন্ধ্যায় চোরাচালানীরা লালঘাট এলাকা দিয়ে ভারত থেকে ২৫০বস্তা কয়লা পাচাঁর করে হাসান আলী পীরের বাড়ির পিচনে মজুদ করে রাখে। পরে বিজিবি অভিযান চালিয়ে ৮০বস্তা কয়লা আটক করে।
গত ২৬ আগষ্ট লাকমা সীমান্ত দিয়ে চোরাই কয়লা পাচাঁরের সময় ট্রলির নিচে পৃষ্ট হয়ে শাহআলম(৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ আগষ্ট ভারত থেকে চোরাই কয়লা পাচাঁর করার সময় লালঘাট গ্রামের মতিউর রহমান (৪৫) নামের এক চোরাচালানীকে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। এছাড়া গত বছরের এই সময় লালঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে কয়লা পাচাঁর করার সময় চোরাই কয়লার গুহায় মাটি চাপা পড়ে বশির মিয়া (২৮) নামের এক চোরাচালানীর মৃত্যু হয়। তার আগে লাকমা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইকৃত কয়লা পাচাঁর করার সময় চোরাই কয়লার গুহায় মাটি চাপা পড়ে আরো ২ চোরাচালানীর মৃত্যু হয়।
এব্যাপারে বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার ফিরোজ বলেন,এসব ব্যাপারে এত লেখালেখি না করে ক্যাম্পে আসুন আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান করি। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক নাসির উদ্দিন বলেন,সীমান্ত চোরাচালান চোরাচালান প্রতিরোধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।