তাহিরপুরে আশরাফ হত্যা মামলার আসামী গ্রেফতার
তাহিরপুরে পল্লী চিকিৎসক আশরাফ উদ্দিন হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতর নাম সিরাজ মিয়া। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লামাকাঁটা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, তাহিরপুর সীমান্তবর্তী লামাকাঁটা গ্রামের মৃত আবদুল হাই মৌলভীর ছেলে পল্লী চিকিৎসক আশরাফ উদ্দিন হত্যা মামলার পলাতক আসামী একই গ্রামের সিরাজ মিয়া পালিয়ে যাবার পথে সোনাপুর গ্রাম থেকে বৃহস্পতিবার ২টার দিকে তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, তাহিরপুর সীমান্তবর্তী লামাকাঁটা গ্রামের পল্লী চিকিৎসক আশরাফ উদ্দিনের সাথে জমি জমা ও গবাধীপশু বিক্রয়ের টাকা আত্বসাতের উদ্দেশ্যে পার্শবর্তী সুন্দরবন গ্রামের মৃত হাছেন আলীর ছেলে নুর ইসলাম ও লামাকাঁটা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলেসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে চিকিৎসার জন্য প্রথমে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে ২০১৬ সালের ১৩ আগষ্ট শাসরোধ করে হত্যার পর গ্রামের পার্শবর্তী হাওরে লাশ গুম করে রাখে। ঘটনার দুদিন পর ১৫ আগষ্ট গ্রামের পার্শবর্তী হাওর থেকে আশরাফের অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পরে নিহতের ছেলে এনামুল হক বাদী হয়ে ওই ঘটনায় ২০১৬ সালের ৩০ আগষ্ট আমলগ্রহনকারী জুুিডসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সুনামগঞ্জে নুর ইসলাম ও সিরাজ সহ সাত (০৭) জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করলে আদালতের আদেশে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর তাহিরপুর থানায় এটিকে হত্যা মামলা হিসাবে এফআইর করা হয়। থানা পুলিশ ওই হত্যা কান্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর আসামী ধরার বিষয়টি নিশ্চিত করেছেন।